বাংলাদেশকে সহায়তা করতে সদা প্রস্তুত ভারত
২২ জুলাই ২০১৬, ১৭:৪৭
বাংলাদেশকে সহায়তা করতে ভারত সদা-সর্বদা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশ ভারতের মধ্যে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ আশ্বাস দেন।
এ সময় ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, আপনাকে আমি আবারও এই আশ্বাস দিচ্ছি, আপনাকে সহায়তা করতে ভারত সদা-সর্বদা প্রস্তুত। এসময় নরেন্দ্র মোদি বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের ভাইবোনদের অভিনন্দন জানান।
তিনি বাংলায় বলেন, বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের ভাইবোনদের আমার নমস্কার। আমার পক্ষ থেকে অভিনন্দন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আমরা উদ্যোগ নিয়েছি। সীমান্ত হাট, বাস সার্ভিসসহ নানা ব্যবসায়িক উদ্যোগও নিয়েছি।
বেনাপোল চেকপোস্টের বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদের মধ্যে এই যোগাযোগটা একান্ত প্রয়োজন ছিল। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধনের পরে পারস্পরিক যোগাযোগ বাড়বে। এতে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও বাড়বে।
এসময় তিনি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।