প্রচ্ছদ

ব্রেক্সিটের ফলে বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে: জি-২০

২৪ জুলাই ২০১৬, ২০:২৪

ফেঞ্চুগঞ্জ সমাচার
জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনের চাংদুতে
জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনের চাংদুতে

জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনের চাংদুতে

যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে বলে মনে করছেন জি টোয়েন্টি নেতারা।
বিশ্বে সবচেয়ে বড় ২০ টি অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সংগঠন, জি টোয়েন্টি নেতারা চীনের চাংদুতে এক সম্মেলনে মিলিত হন।
তারা বলছেন, গতমাসে যুক্তরাজ্যের গণভোটের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে “অনিশ্চয়তা আরো বাড়াবে”।
“ভবিষ্যতে আমরা যুক্তরাজ্যকে ইউরোপিয় ইউনিয়নের একটি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখার আশা করি”। সম্মেলনের পর দেয়া বিবৃতিতে বলা হয়।
যুক্তরাজ্যের চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বলেছেন যে এই ইস্যুটি দুই দিনের বৈঠকে ‘অনেকবার এসেছে’।
“বাস্তবতা হচ্ছে ইইউ এর সাথে দেনদরবার শেষ না হওয়া পর্যন্ত একটি অনিশ্চয়তা থাকবে” বলেন মি. হ্যামন্ড।
জি-২০ বলছে, ব্রেক্সিটের ফলে সম্ভাব্য যে অর্থনৈতিক প্রভাব হতে পারে তা সামাল দেয়ার জন্য সংস্থাটি প্রস্তুত আছে।- বিবিসি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার