প্রচ্ছদ

‘তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ একদিন গোটা বিশ্বের নেতৃত্ব দিবে’ : সজীব ওয়াজেদ জয়

২৭ জুলাই ২০১৬, ১৮:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageতরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের হাত ধরে তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ একদিন গোটা বিশ্বের নেতৃত্ব দিবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সকালে দেশের প্রথম সফটওয়্যার ইনকিউবেটর উদ্বোধন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, তথ্য-প্রযুক্তির যথোপোযুক্ত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক সমৃদ্ধ একটি দেশে রূপান্তর করার জন্যই সরকার কাজ করে যাচ্ছে।

এছাড়া ২০২১ সালের মধ্যে তথ্য-প্রযুক্তি খাতের রপ্তানি দেশের পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে, সকালে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে উদ্বোধন করা হয় দেশের প্রথম সফটওয়ার ইনকিউবেটর।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার