আট সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
২৮ জুলাই ২০১৬, ০৪:২৯
জাতীয় সংসদে ৮টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটিগুলো হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত কমিটি ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
বুধবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ সংসদে এ পুনর্গঠন প্রস্তাব আনলে কন্ঠভোটে তা পাস করা হয়।
মো. একাব্বর হোসেনকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী, একে এম আউয়াল ওরফে সাইদুর রহমান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়েজুর রহমান, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম, লুৎফুন্নেসা ও নাজিম উদ্দিন আহমেদ।
শেখ ফজলুল করিম সেলিমকে সভাপতি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী, জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, আব্দুল ওয়াদুদ, ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরীফুল ইসলাম জিন্নাহ, সেলিনা বেগম ও জুয়েল আরেং।
মোজাম্মেল হোসেনকে সভাপতি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদৌস, হাবিবে মিল্লাত, শেখ ফজলুর রহমান, আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়েরা মহসিন।
এইচ এন আশিকুর রহমানকে সভাপতি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আবদুল্লাহ, মোস্তফা লুৎফুল্লাহ ও বেগম খুরশিদ আরা হক।
বেগম রেবেকা মমিনকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী, মোজাম্মেল হোসেন, মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, সালমা ইসলাম, বেগম ফজিলাতুননেসা, বেগম আমিনা আহমেদ, মনোয়ারা বেগম ও বেগম রিফাত আমিন।
সুবিদ আলী ভুইয়াকে সভাপতি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী, আনিসুল হক, শেখ হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক খান, মাহবুবুর রহমান, ডা. দীপু মনি, ইলিয়াছ উদ্দিন মোল্লা, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনেয়ারা বেগম।
ড. মহিউদ্দীন খান আলমগীরকে সভাপতি করে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুস শহীদ, মুসলিম উদ্দিন, ডা. আমানুল্লাহ, পঞ্চানন বিশ্বাস, রুস্তুম আলী ফরাজী, জিল্লুল হাকিম, আ ফ ম রুহুল হক, আফসারুল আমীন, শামসুল হক টুকু, মইনউদ্দিন খান বাদল, গোলাম দস্তগীর গাজী, বেগম রেবেকা মমিন ও ওয়াসিকা আয়েশা খান।
শওকত আলীকে সভাপতি করে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল কুদ্দুস, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভুইয়া, হাবিবুর রহমান, নুরুল ইসলাম সুজন, আব্দুল ওয়াদুদ, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার।