বিহার ও আসামে বন্যায় নিহত ৫২
৩১ জুলাই ২০১৬, ০৯:৩০
এ পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, “বন্যা দুর্গতদের সাহায্যে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের উদ্যোগে ক্ষতিগ্রস্ত লোকজন সন্তোষ প্রকাশ করেছে।”
“বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে এ সমস্যার সমাধান করা যাবে না। বরং বন্যা জনিত ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”
শুক্রবার হেলিকপ্টারে করে নাগাঁ, মরিগাঁ ও কাজিরাঙা জাতীয় পার্কের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ।
এনডিটিভির খবরে বলা হয়, আসাম ও বিহারে প্রায় ৪৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক পরিবার নৌকায় বসবাস করছে।
এক শিংয়ের গণ্ডারের আবাস কাজিরাঙা জাতীয় পার্কের প্রায় ৮০ শতাংশ ভূমি বন্যার পানিতে তলিয়ে গেছে।
ভারতীয় সেনাবাহিনীর নয়টি দল উদ্ধার কাজে অংশ নিচ্ছে।