আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা
০২ আগস্ট ২০১৬, ১৫:১১
আর্জেন্টিনা দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক ডিফেন্ডার এদগার্দো বাউজা। সোমবার রাতে এ তথ্য জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
সর্বশেষ কোচ হিসাবে দায়িত্বে ছিলেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোর। চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের আগেই দলকে প্রস্তুত করাটাই হবে এই ৫৮ বছর বয়সীর প্রধান চ্যালেঞ্জ।
সবার আগে নতুন কোচের কাজ হবে লিওনেল মেসিকে আবার মাঠে ফেরানো। গত কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি।
কোচ হিসেবে নিজের প্রতিভার প্রমাণ আগেই দিয়েছেন বাউজা। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব কুইতোকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন। ২০১৪ সালে একই ট্রফি জেতান আর্জেন্টিনার সান লরেঞ্জোকে।
১৯৮১ থেকে ১৯৯০ পর্যন্ত জাতীয় দলের সদস্য ছিলেন বাউজা। ১৯৯০ সালের বিশ্বকাপ দলেও তিনি ছিলেন। তবে ক্লাব ফুটবলে সফল বাউজা জাতীয় দলের হয়ে বিশেষ কিছু করতে পারে নি। জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।
আর্জেন্টিয়ান ক্লাব রোজারিও হয়ে ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ৩০০ ম্যাচ খেলে ৮০ টি গোল করেছিলেন বাউজা। দু’বার রোজরিওকে চ্যাম্পিয়নও করেছিলেন। আর্জেন্টিনা ফুটবল ইতহাসে ডিফেন্ডার হিসেবে বাউজা সর্বোচ্চ গোল করায় তাকে সেরা গোল স্কোরিং ডিফেন্ডারের খেতাব দেয় ক্লাব রোজারিও।
পহেলা সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে এদগার্দো বাউজার নতুন অধ্যায়।