বৃহস্পতিবার সাকিবদের ফাইনালে ওঠার লড়াই
০৩ আগস্ট ২০১৬, ১৫:১৭
সাকিব আল হাসানদের এবার ফাইনালে ওঠার লড়াই। জ্যামাইকা তাল্লাওয়াহস লিগ পর্বে দারুণ খেলেই প্লে-অফে জায়গা করে নেয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় তারা। সাকিব-ক্রিস গেইলদের দলটি বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু খেলা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলা। সেখানে সাকিবরা জিতলে দল সরাসরি যাবে ফাইনালে। হারলেও সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। জয়ী দলের সাথে ফাইনালে উঠতে লড়বে প্রথম কোয়ালিফায়ারে হারা দল।
এবারের সিপিএলে সাকিব যে খুব সফল তা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের অল-রাউন্ডার একেবারে অসফলও না। ১০ ম্যাচে ১৪৩ রান তার। আছে অপরাজিত ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংসও। বাঁ হাতি স্পিনারের উইকেট ৭টি। সেরা ২ রানে ২ উইকেট। রান দিয়েছেন ওভার প্রতি ৭।
জ্যামাইকার অধিনায়ক গেইল আসরের চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। ১টি সেঞ্চুরিতে ১০ ম্যাচে ৪৩.২৮ গড়ে ৩০৩ রান। লঙ্কান কুমার সাঙ্গাকারাও দলের বড় স্তম্ভ। আছেন আন্দ্রে রাসেল। ওয়ারিয়র্সের বিপক্ষে অবশ্য একটু বেশি চেষ্টা করতে হবে জ্যামাইকাকে। কারণ, কোয়ালিফায়ার নিশ্চিত করার পরের দুই ম্যাচে তারা হেরেছে। সাবেক চ্যাম্পিয়নরা তাই প্রথম চেষ্টায় ফাইনালে ওঠার ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী, তেমন সতর্কও বটে। [dropcap][/dropcap]