প্রচ্ছদ

যে কারণে সুনামগঞ্জের মহসিনের শিরোচ্ছেদ হলো

০৩ আগস্ট ২০১৬, ২৩:৫৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

ww-31সৌদিআরবে সুনামগঞ্জের এক ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়েছে ।
রবিবার স্থানীয় সময় ১০টায় জেদ্দায় মহসিন (৪০) নামের ওই ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে।

জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল জেদ্দায় মহসিন তার পাশবর্তী গ্রাম রাঙাউটির মাওলানা ইয়াছিন আলীর ছেলে শাহ জালালকে সৌদিআরবে খুন করে। এ ঘটনায় নিহত জালালের নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন।
পরে সৌদি পুলিশ মহসিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আদালতে দীর্ঘ শুনানী শেষে বিচারক মহসিনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন। সৌদি আরবের আদালতের নির্দেশেই মহসিনের শিরোচ্ছেদ করা হয়।-প্রতীকী ছবি

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার