প্রচ্ছদ

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগের ইঙ্গিত

০৮ আগস্ট ২০১৬, ১৯:৪৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

japan_21533_1470651105 ৮২ বছর বয়স্ক সম্রাট এ নিয়ে জীবনে দ্বিতীয়বারের মত টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন জাপানের সম্রাট আকিহিতো । তার দেয়া  ভাষণে বলেছেন, তিনি ভয় পাচ্ছেন তার বয়স এবং স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে।

সম্রাট তার ভাষণে ঠিক ‘সিংহাসন ত্যাগ’ শব্দটি ব্যবহার করেননি। বরং তিনি ইঙ্গিত দিচ্ছেন দায়িত্ব হস্তান্তরের। খবর বিবিসির।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার সম্রাটের এই বক্তব্যকে ‘গুরুত্বের’ সঙ্গে নেবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করবে।

১০ মিনিটের ধারণকৃত বক্তব্যে সম্রাট আকিহিতো বলেন, তিনি আশা করেছিলেন রাষ্ট্রের প্রতীক হিসেবে তিনি সম্রাটের দায়িত্ব কোনো বাধা বিঘ্ন ছাড়াই পালন করে যেতে পারবেন।

সম্রাট আকিহিতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে।

১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন তিনি। ১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোনো সম্রাটই কখনও জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার