অরুণাচলের অপসারিত মুখ্যমন্ত্রীর রহস্যজনক মৃত্যু
১০ আগস্ট ২০১৬, ১৭:১৭
উত্তরপূর্ব ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সদ্য অপসারিত কালিখো পুলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
ইটানগরে মুখ্যমন্ত্রী আবাসেই সিলিং ফ্যানে লাগানো দড়ি গলায় ঝুলিয়ে মারা যান তিনি। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল যে মি. কালিখো পুল যেভাবে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তা অসাংবিধানিক। ওই রায়ের পরেই ১৩ জুলাই তাঁকে সরে যেতে হয়েছিল পদ থেকে। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী আবাসেই থাকছিলেন এখনও।
নাটকীয়ভাবে এ বছরের ১৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৪৭ বছর বয়সী মি. পুল।
গত নির্বাচনে জয়ী কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু বেশীরভাগ বিধায়কের সমর্থন নিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে অপসারিত করেন।
রাজ্যপালের সমর্থন নিয়ে বিধানসভার বাইরে একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে আয়োজন করা হয়েছিল বিধানসভার বিশেষ অধিবেশন।
সেখানেই কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী পিপলস পার্টি অফ অরুণাচল দলের সঙ্গে মিলে নতুন দলনেতা হিসাবে মি. পুলকে বেছে নেয়। তাঁর শপথও নেওয়া হয়ে যায়।
কংগ্রেস দল অভিযোগ তোলে যে রাজ্যপালকে দিয়ে বি জে পি তাঁদের সরকার ভেঙ্গে দিয়েছে আর হাতের পুতুলের মতো এক নতুন সরকার তৈরি করেছে।
কিন্তু ১৩ জুলাই সুপ্রিম কোর্ট রায় দেয় যে ওইভাবে বিধানসভার অধিবেশন বসানো যায় না। মি. পুলের নির্বাচনের পদ্ধতিটাই অসাংবিধানিক।
আগের মুখ্যমন্ত্রী নাবাম টুকিকেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়।
কিন্তু যেদিন মি. টুকির বিধানসভায় গরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কথা ছিল, সেদিনই তিনি সরে যান। আর কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় পেমা খান্ডুকে।
কালিখো পুলকে ছেড়ে আবারও কংগ্রেসে ফিরে আসেন বিক্ষুব্ধ বিধায়করা।
রাজধানী ইটানগরের সাংবাদিকরা বলছেন, তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মি. পুল। তিনি দিল্লিতে বি জে পি নেতৃত্বের সঙ্গে আজ দেখা করতে যাবেন বলেও ঠিক ছিল।
কিন্তু তার আগেই সকালে তাঁর শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়।
মৃত্যুর খবর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী আবাসের সামনে বহু মানুষ ভিড় জমিয়েছেন। তাঁরা দাবী করছেন এই ঘটনার সঠিক তদন্ত হোক।
মি. পুল কোনও মৃত্যুকালীন নোট রেখে গেছেন কী না, তা এখনও পরিষ্কার নয়।
রাষ্ট্রীয় মর্যাদায় মি. পুলের অন্তিম কৃত্য হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে তিনদিনের শোক পালনেরও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রীসভা।