২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন শনিবার
১০ আগস্ট ২০১৬, ২৩:২৯
সারাদেশে স্কুল-কলেজগুলোতে স্থাপন করা হয়েছে ২০০১টি ডিজিটাল ল্যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা এসব কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবে প্রযুক্তির হালনাগাদ সব সুযোগ সুবিধা রাখা হয়েছে ।
শনিবার গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের টেকশহরডটকমকে জানান, শনিবার গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পটির পরিচালক অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক টেকশহরডটকমকে জানান, ২৯৮ কোটি ৯৮ লাখ টাকা বাজেটের ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ প্রকল্প নির্ধারিত মেয়াদেই বাস্তবায়ন করা হয়। প্রকল্পে ২০০০ ল্যাব করার কথা থাকলেও একটি বেশি করা হয়।
তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, ল্যাবগুলো মানসম্মত করার জন্য শুরু হতেই বিশেষ নজর দেয়া হয়। নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ল্যাবে ২৬ কোটি টাকার আসবাব দেয়া হয়। এরমধ্যে নাভানা ফার্নিচার লিমিটেড, আকতার ফার্নিশার্স, হাতিল কমপ্লেক্স লি. ও পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজের সুপরিচিত কোম্পানি হতে আসবাব কেনা হয়। কোম্পানিগুলো ৩৪ হাজার চেয়ার ও ১৮ হাজার টেবিল সরবরাহ করেছে।
ল্যাবগুলোতে পর্যাপ্ত ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম, প্রজেক্টর, উচ্চগতির ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি ডিভাইস দেয়া হয়েছে। এক হাজার শিক্ষককে ৯টি ভাষার মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে ল্যাবগুলোতে স্মার্টফোন ও ট্যাব দেয়ার পরিকল্পনার কথাও জানা গেছে।
চলতি বছরের ৮ জানুয়ারি রাজধানীতে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই অভিপ্রায়ের কথা জানান।
পলক চাইছেন স্মার্টফোন ও ট্যাবের মাধ্যমে হালনাগাদ প্রযুক্তির সাথে যেন পরিচিত হয় শিক্ষার্থীরা। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা এসব ডিভাইস দিয়ে আনন্দের সাথে শিখতে পারবেন বলে মনে করেন তিনি।