প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে ৩টি শিক্ষা প্রতিষ্টানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

১৩ আগস্ট ২০১৬, ২১:৪০

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageফেঞ্চুগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্টানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা এগারটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাব ও ৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেঞ্চুগঞ্জে যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে- সেগুলো হলো- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়, দনারাম উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত উপজেলা অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রুমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিক,মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার নিজের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,নারায়নগঞ্জের বন্দর,নরসিংদীর পলাশ,চট্রগামের বোয়ালখালী,কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

দীর্ঘ প্রতীক্ষিক পায়রা সমুদ্র বন্দর,যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যমত্ম দেশের প্রথম আটলেন বিশিষ্ট মহাসড়ক,সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙ্গা পর্যমত্ম পৃথক সার্ভিস লেনসহ চারলেন প্রকল্পের(পদ্মাসেতু সংযোগ সড়ক) আপগ্রেডেশন কাজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার