প্রচ্ছদ

দক্ষিণ সুরমায় ল্যাপটপ, প্রজেক্টর, হুইল চেয়ার বিতরণ করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১৪ আগস্ট ২০১৬, ০৯:৩০

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageদক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তি বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ডিজিটাল আধুনিক প্রযুক্তি সরঞ্জাম প্রদান করা হচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষা, রেজিষ্ট্রেশন, ফলাফল, চাকুরী, নিয়োগ সহ অফিস আদালত ডিজিটালে রূপান্তর হওয়ায় জনসাধারণ সহজে তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পাচ্ছে। এতে দেশের জনগণ উপকৃত হচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ ক্রমশ: উন্নতির উচ্চ শিখরে উঠে দাঁড়াবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৩ আগস্ট শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮টি ল্যাবটপ, ১৩টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য ৬টি হুইল চেয়ার, চশমা বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাশ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুম্মান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন।
অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, সেলিম আহমদ মেম্বার, কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, রাখালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার