মার্কিন আদালতে হাজির রুশ ‘হ্যাকার’
১৭ আগস্ট ২০১৬, ১৬:৫৩
বাদী আইনজীবীর অভিযোগ— রাশিয়ান এমপি এর পুত্র রোমান সেলেজনেভ এই পরিকল্পনার ‘মাস্টার হ্যাকার’; জানিয়েছে বিবিসি। তার বিরুদ্ধে প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার প্রতারণা করে চুরি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও ওয়াশিংটনের অনেকগুলো আউটলেটে ক্রেডিট কার্ডের তথ্য চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে আসামীর আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পর্যাপ্ত নয়।
প্রসিকিউশনের সাক্ষী তালিকায় রয়েছেন ম্যাড পিজ্জা, জেড পিজ্জা, ভিলেজ পিজ্জা এ্যান্ড কাসা মিয়া সহ বিভিন্ন রেস্তোরাঁর মালিক এবং পরিচালকরা।
সিয়াটলের কাছাকাছি অবস্থিত রেড পেপার পিজ্জা রেস্তোরাঁর মালিক স্টিভ বাসিং সিস্টেম লঙ্ঘনের শিকার হওয়ার পর প্রায় ১০০০০ ইউ এস ডলার খরচ করে নতুন কম্পিউটার সিস্টেম নিতে বাধ্য হন।
মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা ২০১৪ সালে সেলেজনেভ এবং তার বান্ধবীকে মালদ্বীপ বিমানবন্দরে গ্রেফতার করে। পরে তার আইনজীবীরা তার এই গ্রেফতারকে ‘পাচার’ অথবা ‘অবৈধ গ্রেফতার’ বলে অভিহিত করে জানিয়েছেন, এটা ছিল আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে মার্কিন বিভাগীয় আদালতের জজ এই যুক্তি নাকচ করে দিয়েছেন।
অবশেষে, ২০১৬ এর জুলাইতে ‘অভিযুক্ত’ সেলেজনেভকে গ্রেফতারের মাধ্যমে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত চলা এই হ্যাকিং ষড়যন্ত্রের অবসান ঘটে।