প্রচ্ছদ

গোলাপগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

২৪ আগস্ট ২০১৬, ১৩:০০

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageশেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোলাপপঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। গোলাপপঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আমিন শাহাদাতের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন। শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিলেট জেলা শাখার সহ সভাপতি মাহফুজুর রহমান জাহাঙ্গির।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলাছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. এ. ওয়াদুদ এমরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. জেড. আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান  ইউ.পি সদস্য কামরান আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মাসুদ আহমদ, লক্ষীপাশা ইউ পি ছাত্রলীগের সাবেক সভাপতি মকসুদুল করিম, ইউপি সদস্য তারেক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি এমরুল হক, উপ সম্পাদক মনিরুল হক পিনু, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আব্দুল মালিক শাপলু, গোলাপপঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আয়াছ আহমদ, সাবেক সদস্য ফরহাদ আহমদ, বালাগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি জিয়াউল হক পান্না, ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা শেখ রাসেল পরিষদ নেতা শুয়েব আহমদ, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ফয়জুর হক, যুগ্ম সম্পাদক নাহিদ জামান, নয়ন মালাকার অপু, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা এমাদুল হক আকাশ, রাহেল আহমদ, রাজু আহমদ, কমল কান্তি শর্ম্মা, নাসিম জামান, সুয়েদ আহমদ, আমান আহমদ, আরিফ আহমদ, মোস্তফা নোমান সাহান, তুহিন আহমদ, মারুফ আহমদ, অলিদ আহমদ, মাহফুজ আহমদ, আবির আহমদ, জালাল আহমদ প্রমুখ।
শোকাবহ জাতীয় শোক দিবসের সভায় বক্তারা ১৫ই আগস্টকে ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন উল্লেখ করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সবচেয়ে বড় গর্ব। তার জন্ম না হলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না, পরাধীনতার শৃঙ্খল পরা থাকতো বাঙালির পায়ে। তার বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ বিশ্ব দরবারে স্বাধীন দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের মাটিতে বেঁচে থাকা পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশে শুরু হওয়া উন্নতির অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে স্বপরিবারে হত্যা করে এ মহান নেতাকে। তবে উন্নতির অগ্রযাত্রাকে বিলম্বিত করা গেলেও তা ব্যহত করা যায়নি। দেশ এখন এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার