বর্ণবাদ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হিলারি ও ট্রাম্পের
২৭ আগস্ট ২০১৬, ০৯:৪৪
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার বর্ণবাদ নিয়ে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারি বলেন, ট্রাম্প এমন একজন মানুষ যিনি বর্ণবাদ ও খ্যাপাটে ধ্যাণধারণা উস্কে দিচ্ছেন। আর ট্রাম্প সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে বর্ণবাদী উল্লেখ করে বলেন, তাদের পারিবারিক ফাউন্ডেশন একটি ‘অপরাধী সংস্থা’।
নেভাডার রেনোতে প্রচারণাকালে হিলারি কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি সচরচার এ ধরণের ভাষা ব্যবহার করেন না। হিলারি তার ভাষায় রিপাবলিকান প্রার্থী রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্পের বৈষম্যমূলক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন।
তিনি বলেন, কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো নাগরিকদের ভাড়া না দেয়ার কারণে তরুণ ডেভেলপার হিসেবে এবং তার ক্যাসিনোগুলোতে কৃষ্ণাঙ্গদের চাকরি না দেয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
তিনি বলেন, ট্রাম্প এমন একজন মানুষ যার বর্ণবাদিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তার মত একজন মানুষ আমাদের সরকার চালাতে কিংবা আমাদের সামরিক বাহিনীকে কমান্ড দিতে পারেন না।
ট্রাম্প সম্প্রতি কৃষ্ণাঙ্গদের মধ্যে তার সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন। কৃষ্ণাঙ্গদের মাত্র ১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন।
তিনি বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ার্সে একদল কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর নিউহ্যাম্পশায়ারে বক্তৃতাকালে ট্রাম্প হিলারির সমালোচনা করে বলেন, মার্জিত ও রুচিশীল আমেরিকান যারা এই প্রচারণা, আপনাদের প্রচারণাকে সমর্থন করেন তাদেরকে বর্ণবাদী বলে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ডেমোক্রেটিক প্রার্থী। কিন্তু আমরা বর্ণবাদী নয়।
এটাকে ক্লান্তিকর, বাজে তর্ক উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের জন্য কিছুই না করে শুধুমাত্র ভোটের জন্য তাদের হয়ে কথা বলে হিলারি নিজেই ‘বর্ণবাদী’ হয়ে উঠছেন।
এরপর বৃহস্পতিবার রাতে সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, হিলারি ‘সম্পূর্ণভাবে অসহিষ্ণু’।
এ অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, হিলারির নীতি অসহিষ্ণু। কারণ তিনিও জানেন, এগুলো কোন কাজে আসবে না।