প্রচ্ছদ

ব্রাজিলে ‘ক্যু’র বিরুদ্ধে ভোট দিতে সিনেটরদের প্রতি রুসেফের আহ্বান

৩০ আগস্ট ২০১৬, ১৫:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-08-30_3_91884 ৩০ আগস্ট ২০১৬ (বাসস): ব্রাজিলের বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার তার অভিশংসন বিচার চলাকালে আত্মপক্ষ সমর্থন করেন। তিনি এ অভিশংসনকে পার্লামেন্টারি ‘ক্যু’ বর্ণনা করে এর বিরুদ্ধে ভোট দিতে সিনেটরদের প্রতি আহ্বান জানান।
নিজেকে নির্দোষ দাবি করে রুসেফ ১৯৭০ এর দশকে সামরিক একনায়কতন্ত্রের আমলে তার অত্যাচারিত ও নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশটি গণতন্ত্র হারানোর প্রান্তে দাঁড়িয়ে আছে।
বামপন্থী নেতা রুসেফ (৬৮) সিনেটরদের সামনে নিজপক্ষ সমর্থনকালে আরো বলেন, অভিশংসনের বিরুদ্ধে ভোট মানে গণতন্ত্রের পক্ষে ভোট। আপনারা ‘ক্যু’ ঘটাবেন না।
রাজধানী ব্রাসিলিয়ার সিনেট ভবনে রুসেফের আত্মপক্ষ সমর্থনকালে বাইরে তার প্রায় দুই হাজার সমর্থক জড়ো হয় ও তারা তার পক্ষে শ্লোগান দেয়।
এছাড়া বিক্ষোভকারীরা রিও ডি জানেরিও ও সাও পাওলোতেও জড়ো হয় এবং বিক্ষোভ করে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে।
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিযোগ তিনি বাজেট ঘাটতি লুকাতে অন্যায় হস্তক্ষেপ করেন। তবে রুসেফ এ অভিযোগ অস্বীকার করেন।
রুসেফকে অভিশংসিত করার এ বিচার বুধবার পর্যন্ত চলতে পারে। অভিশংসনের পক্ষে থাকা সিনেটরদের দাবি রুসেফকে অভিশংসিত করার জন্যে প্রয়োজনীয় দু-তৃতীয়াংশ ভোট তারা পাবেন। ৮১ সদস্য বিশিষ্ট সিনেটে রুসেফকে অভিশংসিত করতে প্রয়োজন ৫৪ টি ভোট।
রুসেফ অভিশংসিত হলে তার ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মাইকেল তেমের রুসেফের ভাইস প্রেসিডেন্ট হলেও একপর্যায়ে তিনি তার রাজনৈতিক শত্রুতে পরিণত হন। গত মে মাসে রুসেফকে সাময়িক বরখাস্তের পর থেকে তিনি অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার