প্রচ্ছদ

প্রেসিডেন্ট হিসেবে চীন ও লাওসে ওবামার শেষ বিদেশ সফর

০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-09-01_3_632948যুক্তরাষ্ট্র, ১ সেপ্টেম্বর (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদকালের ১১তম ও চূড়ান্ত বিদেশ সফরে শুক্রবার চীন যাচ্ছেন।
দেশটির ছবির মতো সুন্দর শহর হাঙঝুতে তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি লাওস সফরে যাবেন। তিনিই হবেন লাওস সফর করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
হাঙঝুতে ওবামা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
চীনের একজন কর্মকর্তা বলেন, আমরা যে সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য কমিয়ে আনতে পারি ওবামা সেকথা বুঝতে পেরেছেন।
তিনি বলেন, আমরা বন্ধুও নই, শত্রুও নই।
লাওস সফরের মধ্যদিয়ে ওবামা আরেক কমিউনিস্ট রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। ভিয়েতনাম যুদ্ধকালে যুক্তরাষ্ট্র লাওসে অসংখ্য বোমা বর্ষণ করে। যেসব বোমা এখনও অবিস্ফোরিত রয়েছে। অনেকগুলো বছর পর দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন ওবামা।
যুক্তরাষ্ট্র, ১ সেপ্টেম্বর (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদকালের ১১তম ও চূড়ান্ত বিদেশ সফরে শুক্রবার চীন যাচ্ছেন।
দেশটির ছবির মতো সুন্দর শহর হাঙঝুতে তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি লাওস সফরে যাবেন। তিনিই হবেন লাওস সফর করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
হাঙঝুতে ওবামা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
চীনের একজন কর্মকর্তা বলেন, আমরা যে সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য কমিয়ে আনতে পারি ওবামা সেকথা বুঝতে পেরেছেন।
তিনি বলেন, আমরা বন্ধুও নই, শত্রুও নই।
লাওস সফরের মধ্যদিয়ে ওবামা আরেক কমিউনিস্ট রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। ভিয়েতনাম যুদ্ধকালে যুক্তরাষ্ট্র লাওসে অসংখ্য বোমা বর্ষণ করে। যেসব বোমা এখনও অবিস্ফোরিত রয়েছে। অনেকগুলো বছর পর দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন ওবামা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার