প্রচ্ছদ

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন জাপানি প্রধানমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-09-05_3_158589 (2)৫ সেপ্টেম্বর ২০১৬ (বাসস) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এক বছরেরর বেশি সময়ের মধ্যে তারা প্রথমবারের মত এ বৈঠকে বসছেন।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিদা সুগা বলেন, জাপান ও চীনের মধ্যে বেশ কিছু কঠিন বিষয় রয়েছে। এ কারণে দুই নেতার নির্ভেজাল মত বিনিময় ও অগ্রগতি গুরুত্বপূর্ণ।
চীনের পূর্বাঞ্চলের হাংঝৌ নগরীতে জি-২০ সম্মেলন শেষে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ সম্মেলনের আয়োজন করেছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বৈশ্বিক মন্থর অর্থনীতি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করবেন।
জাপান নিয়ন্ত্রিত পূর্ব চীন সাগরে একটি দ্বীপপুঞ্জ নিয়ে বেইজিং ও টোকির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার