মীর কাসেমের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের বিবৃতির তীব্র প্রতিবাদ বাংলাদেশের : হাইকমিশনারকে তলব
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫২
গতরাতে ১৯৭১ সালের কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের দেয়া বিবৃতির প্রতিবাদ জানাতে বাংলাদেশ আজ ঢাকায় তাদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক অতিরিক্ত সচিব কামরুল আহসান পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তার দফতরে তলব করে ঢাকার পক্ষ থেকে ইসলামাবাদের দেয়া বিবৃতির তীব্র প্রতিবাদ জানান।
পাকিস্তানের দূত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে গেলে কামরুল আহসান সাংবাদিকদের জানান, ‘মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে সেটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’
তিনি বলেন, ঢাকা ইসলামাবাদকে জানিয়েছে মীর কাসেম আলীর বিচার সবার সামনে স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, আমরা পাকিস্তানের দূতকে জানিয়েছি, মীর কাসেম আলীর আপিল করার সুযোগ ছিল। আপিলের সুযোগ তিনি নিয়েছেন। সর্বোচ্চ আদালত মনে করেছেন, তিনি ১৯৭১ সালে মানবতাবিরোধী যে অপরাধ করেছেন, এটাই তার উপযুক্ত শাস্তি।
সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জানান, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাব আজ বিকেল ৩টা ১৫মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কামরুল আহসানের দফতরে আসেন এবং তিনি ৩টা ৩৫মিনিটে বেরিয়ে যান।
কামরুল আহসানের দফতর ত্যাগের সময় দূত সাংবাদিকদের বলেন ‘কিছুই বলার নেই’।