প্রচ্ছদ

হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে চীন বিরোধী ছাত্রনেতার জয়

০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

1473110514হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন ২০১৪ সালে স্বাধীনতাপন্থি আন্দোলনের অন্যতম নেতা নাথান ল। ৯০ শতাংশ ভোট গণনা শেষে ডেমোসিস্টো পার্টির ল’ আইন পরিষদের আসন নিশ্চিত করেছেন। চীনা অধ্যুষিত এ বাণিজ্যিক অঞ্চলের আইন ও বাজেট প্রণয়নের ক্ষমতা রাখে আইন পরিষদ। কমিউনিস্টশাসিত চীন হংকংকে নিয়ন্ত্রণ করলেও সেখানে পুঁজিবাদী ব্যবস্থা বলবত্; হংকংয়ের কারণেই চীনে ‘এক দেশ দুই নীতি’ পদ্ধতি চালু আছে। ২০১০ সালে পাস হওয়া সংবিধান অনুযায়ী ৭০ আসনের হংকংয়ের আইন পরিষদের ৩৫ আসনে ভোটারদের সরাসরি ভোটে আনুপাতিক প্রতিনিধিত্বশীল পদ্ধতিতে ভোট হয়। রবিবারের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যা ২০০৮ সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। ভোটগ্রহণ শেষেও কোন কোন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। ভোটে স্বাধীনতাপন্থি ইয়ংস্পিরেশন দলের আরও দুই সদস্য জয়ের কাছাকাছি আছেন। এরাও ২০১৪ সালের ‘আমব্রেলা আন্দোলনে’ সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। ওই আন্দোলনে হংকং-এর সংবিধান পরিবর্তনের আহ্বান জানানো হয়, যেন চীন থেকে আরও বেশি স্বাধীনতা পাওয়া যায়।-বিবিসি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার