প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জের বিএনপি নেতারাও পদ পেলেন জেলা ছাত্রদলের

২১ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা। এ নিয়ে উপজেলার তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। তাছাড়া ঘোষিত এই কমিটির গ্রহণ যোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় ছাত্রদলে।

জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর থেকেই আলোচনা-সমালোচনায় সরব হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। এই কমিটিকে লুকোচুরির কমিটি বলেও প্রত্যাখ্যান করেছিলো পদবঞ্চিত গ্রুপগুলো। যদিও সব যল্পনা-কল্পনার অবসানের পর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ পেয়েছিলো গণমাধ্যমে। সিলেটভিউ-ও পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যের নাম প্রকাশ করেছিলো।

অনুমোদিত এই কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন গোলাম কিবরিয়া খান। যিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতেও রয়েছেন। এছাড়া সদস্য পদ পেয়েছেন বিএনপির আরেক নেতা মতিউর রহমান মুকুল।

এমন তথ্য প্রকাশ পাওয়ার পর উপজেলার তৃণমূলের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া কমিটি নিয়ে চারিদিকে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়ও।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, বিএনপি নেতাদের জেলা ছাত্রদলের কমিটিতে পদবী দেওয়ায় ছাত্রদলের কি লাভ হবে জানিনা। তবে ব্যক্তি বিশেষ লাভবান হয়েছেন।

বিএনপি নেতারা ছাত্রদলের কমিটিতে থাকায় তাদের গ্রহণ যোগ্যতা কমলো না বাড়লো তারাই জানেন।

ছাত্রদলের জেলা কমিটিতে যে দুজন দায়িত্ব পেয়েছেন তারা উপজেলা বিএনপির বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদকের পদে রয়েছেন বলে জানালেও এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার