তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে হবে-মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৯
প্রতিরক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনের এমপি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের তথ্য ও যোগাগোগ প্রযুক্তি খাতে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ অতি সম্প্রতি সজিব ওয়াজেদ জয় ডেভেলপমেন্ট আইসিটি এওয়ার্ডে ভূষিত হয়েছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ বিশ্ব স্বীকৃত। বাংলাদেশের এই অগ্রগতি অনেকেই মেনে নিতে পারছেনা। দেশী-বিদেশী উন্নয়ন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে পরিচালিত হচ্ছে, তখন তৃণমূল পর্যায়ে স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে নিরলসভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল বৃহষ্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাত। অন্যদিকে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান।
সভা দুটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ফেঞ্চুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী জিহাদ আল তুহিন, কৃষি কর্মকর্তা ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন কুমার মহাপাত্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন সরকার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ বাবুল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক কামাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জিয়া খালেদ, সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ।