প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে ভূমি দখলের হিড়িক

২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageফেঞ্চুগঞ্জে সরকারি ভুমি দখলের হিড়িক পড়েছে।  ইতিমধ্যে ভূমি অফিসের পাশের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মহসিন মিয়ার প্রায় তিন কোটি টাকার  জমি দখল নিয়ে তোলপাড় চলছে। এর মাঝে রোডস এন্ড হাইওয়ের ভূমিতে বাণিজ্যিক ভবন তৈরি শুরু করেছেন স্থানীয় জামাত নেতা আশরাফ আলী। 

সরজমিনে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ চানপুরের মল্লিকপুর সড়কের দ্বিমুখী তে সরকারি ভুমির উপর দোকান কোঠা নির্মাণ কাজ চলছে। ভুমি ভরাট করে পাকা খুঁটি দিয়ে প্রাথমিক নির্মাণ শেষ হয়েছে। এনে রাখা হয়েছে ইট বালি সহ নির্মাণ সামগ্রী। 

এ ব্যপারে কথা বলতে গেলে আশরাফ আলির লোক রানা মিয়া আসম্মতি জানান ও ছবি তুলতে নিষেধ করেন। 

তিনি বলেন ভূমি বৈধ কি অবৈধ জানিনা, আমি শুধু মেস্তরী। 

আশরাফ আলিকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিক আশরাফ আলির মোবাইল নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন। 

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান বলেন, আরো লোকজনের কাছ থেকে ভুমি দখলের বিষয়টা শুনেছি। এটা রোডস এর ভুমি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার