দ: সুরমা উপ: হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম চলতি মাসে শুরু হবে- স্বাস্থ্যমন্ত্রী
০৬ অক্টোবর ২০১৬, ১১:৪২
ফেঞ্চুগঞ্জ সমাচার
- দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি মাসেই দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি কার্যক্রম শুরু করা হবে। রোগীরা যাতে সেবা পায় সেজন্য চিকিৎসক সহ সকল ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এ কাজ চলতি মাসেই শুরু হবে। এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার ব্যবস্থা করা হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেন কোন ষড়যন্ত্রই বর্তমান আওয়ামীলীগ সরকারকে দমিয়ে রাখতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন ২০১৯ সালের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি ৫ অক্টোবর বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমেদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ, প্যানেল স্পিকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল চৌধুরী দুলাল, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গৌরমনি সিনহা, সিলেটের জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, এসএমপি’র ডিসি (দক্ষিণ) বাসুদেব বনিক, উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ ও শহিদুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা সাইস্তা মিয়া, শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, হাজী দুদু মিয়া, পংকি মিয়া, খিজির খান, বাবুল মিয়া, ওয়েছ আহমদ, আব্দুর রহমান আনা, বুলবুল আহমদ, মুহিত হোসেন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, আবুল হোসেন, শানর মিয়া, মহিউদ্দিন, দেলওয়ার হোসেন, সেলিম আহমদ মেম্বার, আহমদ হোসেন খোকন, আতিকুল হক, হাজী আব্দুল মতিন, শামীম কবির, শামীম আহমদ মেম্বার, বিশিষ্ট মুরুব্বি সানাওর আলী সোনা, মতিউর রহমান দুদু, যুবলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, আশিক আলী, মোসাদ্দেক হোসেন মুসা ও সোহেল আহমদ কর্নেল, উপজেলা স্বচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিতুন, আইয়ুব হোসেন মেম্বার, হেলাল আহমদ, বেলাল আহমদ, ছাত্রলীগ নেতা জাকারিয়াউল হক, মনসুর আহমদ, সদরুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শহরতলীতে অবস্থান থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্ব অনেক বেশি। তাই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নতি ও রোগী ভর্তি কার্যক্রম চালু এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় এমপির দাবীর প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সটির সমস্যা সমাধানের ঘোষণা দেন