প্রচ্ছদ

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে আন্তরিক-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৯ অক্টোবর ২০১৬, ১০:৫৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিকরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযুগি করে গড়ে তোলা হচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থার বৈষম্য মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে সরকারী চাকুরী সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। দক্ষিণ সুরমায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের চেষ্টা আমি অব্যাহত রেখেছি। বাছাইকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুল, সিলাম পি এল উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার রেবতি রমন উচ্চ বিদ্যালয়, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়। ঐ বিদ্যালয়গুলো সরকারীকরণের প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাল্লাহ বর্তমান সরকারের আমলে তা বাস্তবায়ন করা হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৮ অক্টোবর শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ৬৮ লাখ টাকা ব্যয়ে গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদরাসায় নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন ও ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেম্বার শাহ মোঃ ছমির উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মোঃ সিরাজুল আম্বিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সাবেক চেয়ারম্যন সৈয়দ মকবুল হোসন মাখন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল মতিন, মাদরাসার শিক্ষানুরাগী সদস্য মাষ্টার আব্দুস শহীদ, সমাজকর্মী আলাউদ্দিন তোলা মিয়া। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ¦ ওমর আলী, সিলাম ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মাষ্টার সিদ্দেক আলী, সৈয়দ আনসার আলী, আলহাজ¦ গাজী আব্দুল করিম, সুলতান আহমদ মাসুক, আশিক মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সৈয়দ কুতুব জালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুমন চন্দ্র তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ কর্নেল, শাহ নূর আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, উসমান আলী, আলী হোসেন, গাজী সুহেল আহমদ, গাজী রুয়েদ আহমদ, সৈয়দ আনসার আলী, ছাত্রলীগ নেতা মোঃ মইন উদ্দিন, মাদরাসা ছাত্র সংসদের নেতৃবৃন্দের মধ্যে রনক আহমদ হামি, শিহাব উদ্দিন, ইমরান আহমদ সুফি, সৈয়দ আবু বকর, সৈয়দ ইসমাইল আলী, রাকিব আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার