প্রচ্ছদ

২০১৭ হবে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বছর: জিনপিং

১৪ অক্টোবর ২০১৬, ২১:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

img_7328২০১৭ সাল হবে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের বছর, এমনই মত দিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মোট ২৬টি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছে বাণিজ্য বিনিয়োগ, ব্লু ইকোনমি, রোড-ব্রিজ ও রেল এবং জ্বালানি বিষয়ে পৃথক কয়েকটি চুক্তি।

চীনের রাষ্ট্রপতি বলেন, দিন দিন দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশের উন্নয়নে চীন অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেবে।

তিনি বলেন, আমরা এই দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের জায়গা থেকে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ করবো। আগামী দিনগুলোতে এই হবে মূল কাজ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার