প্রচ্ছদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৮ অক্টোবর ২০১৬, ২২:৫৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

img_8331সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। অতীত কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগ কাজ করতে হবে। সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণের এক্ষেত্রে অতীত ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য বজায় রেখে আগামীর সমৃদ্ধ দেশ গঠনে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৮ অক্টোবার শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মোগলাবাজারের পূর্ণখলা সার্বজনীন পূজা মন্ডপ আয়োজিত বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরব্বী প্রভাত চন্দ্র দাসের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দন পাল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পষিদের সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, পরিষদের দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শৈলেশ কর, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ, মোগলাবাজার ইউপি মেম্বার সেলিম আহমদ, শামীম আহমদ, জুয়েল আহমদ কাসেম, মকবুল আলী, জ্যোৎস্না দাস, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দাস, পূজা উদযাপন পরিষদের দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাস, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রতাপ চক্রবর্ত্তী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী। শুরুতে গীতা পাঠ করেন জীবন্ত দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী দুদু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, হাসান আহমদ, মুজিব আহমদ, অরিন্দম দাস হাবলু, মিন্টু দাস, অর্পন দাস, রিপন বৈদ্য, সবুজ বিশ্বাস মেম্বার, হাবুল চন্দ্র চন্দ, মন্ত দাস, রাজু পাল, সঞ্জয় দাস, অকিল চন্দ্রনাথ, রাখাল দাস, বিতুল কর, দীপন মালাকার, রনি মল্লিক, দীপেন্দু দেবনাথ, পংকজ দেব, দিপন মালাকার, হিমেল দেব, সৈকত দাস পাপ্পু, পরিমল দাস, বাডাল আচার্য্য, লিটন দাস, জয়ন্ত দেব, বাবলু দাস প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পংকজ দেব, শংকরী, অপু চক্রবর্ত্তী, সবুজ কুমার বিশ্বাস।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার