যুক্তরাষ্ট্র নির্বাচন : একে অপরকে আক্রমণ করে বক্তব্য হিলারি-ট্রাম্পের
০২ নভেম্বর ২০১৬, ১৪:২৩
ইউ ক্লেইরি (যুক্তরাষ্ট্র), ২ নভেম্বর ২০১৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একে অপরকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। এদিকে নতুন জনমত জরিপে দেখা গেছে, শেষ সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান একেবারেই কমে গেছে।
উইসকনসিনে ট্রাম্প হিলারির ই-মেইল নিয়ে এফবিআইয়ের নতুন তদন্তের বিষয়ে বক্তব্য রেখেছেন। ট্রাম্প তার বক্তৃতায় হিলারির ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ব্যাপক সমালোচনা করে বিচারের দাবি জানিয়েছেন।
এদিকে ফ্লোরিডায় হিলারি নারীদের প্রতি ট্রাম্পের অশোভন আচরণ নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ট্রাম্প নারীদের সঙ্গে ষাঁড়ের মত আচরণ করেছেন।
তিনি বলেন, ট্রাম্পের নারীদেরকে অবনমন, খাটো করে উপস্থাপন, অপমান ও আঘাত করার ৩০ বছরের ইতিহাস রয়েছে।
অন্যদিকে ট্রাম্প হিলারিকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে বলেন, তিনি আমেরিকার স্বাস্থ্য সেবা চিরদিনের জন্য ধ্বংস করে দেবেন।
ফ্লোরিডায় বক্তৃতাকালে হিলারি বলেন, মানুষকে আক্রমণ করে কথা বলা যে সঠিক নয়, তা তিনি প্রাথমিক বিদ্যালয়েই শিখেছেন।
ফ্লোরিডায় বক্তৃতাকালে মঞ্চে হিলারির সঙ্গে সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো ছিলেন। মাচাদো এর আগে ট্রাম্পের বিরুদ্ধে তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেছিলেন।
মাচাদো তার বক্তৃতার সময় ট্রাম্পকে নিষ্ঠুর ব্যক্তি উল্লেখ করে বলেন, তার কথা শুনে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
ওহাইতো এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও হিলারির সুরে কথা বলেছেন। তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প সারাজীবন নারীদের শুকর ছানা, কুকুর ও বোকা মনে করে এসেছেন।
২০০৫ সালে ধারণ করা নারীদের সঙ্গে ট্রাম্পের অশোভন আচরণের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তিনি বেকায়দায় পড়ে যান। এরপর একের পর এক তার বিরুদ্ধে নারীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে।
ওয়াশিংটন পোস্টে প্রচারিত ওই ভিডিও টেপে দেখা গেছে ট্রাম্প সগর্বে এক বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার বর্ণনা দিচ্ছেন। সুন্দরী নারী দেখলেই তিনি চুমু খাওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘তারকা হলে পুরুষ নারীর সঙ্গে যা ইচ্ছা তা-ই করতে পারে।’
ট্রাম্প অবশ্য নারীদের সঙ্গে অশোভন আচরণের কথা অস্বীকার করেন। এমনকি নির্বাচনের পর এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন।
ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার বক্তৃতায় হিলারিকে অ্যাফরডেবল কেয়ার অ্যাক্ট নিয়ে আক্রমণ করেন। তিনি একে ওবামাকেয়ার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নি¤œ আয়ের মানুষের কাছে দিন দিন এটা অজনপ্রিয় হয়ে উঠছে এবং তারা তাকে ভোট দেবেন।
উইসকনসিনে বক্তৃতা দেয়ার সময় মঞ্চে তার সঙ্গে রানিং মেট মাইক পেন্স ও গভর্ণর স্কট ওয়াকার উপস্থিত ছিলেন।
ট্রাম্প ওবামাকেয়ারকে একটা ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হলে এটা সংশোধন ও বাদ দিতে তিনি কংগ্রেসের বিশেষ অধিবেশন ডাকবেন।
তিনি আগাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা হিলারিকে ভোট দিয়ে ভুল করেছেন তারা বৃহস্পতিবার সময়সীমা শেষ হওয়ার আগে সিদ্ধান্ত পরিবর্তন করুন।