প্রচ্ছদ

দক্ষিণ সুরমায়,ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে ৪৫তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা

০৫ নভেম্বর ২০১৬, ২৩:১৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

6dbe864e-c2ec-42de-a8b1-f8af12e20cdc-2169-000000db905a20fc_tmpদক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসে উদ্যোগে ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা ও র‌্যালী গতকাল ৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল। উপজেলা সমবায় কর্মকর্তা চন্দ দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, হাজী আব্দুল মতিন, আহমেদ হোসেন খোকন, সিলাম ইউপি সবেক ভারপ্রাপ্তক চেয়ারম্যান মুজিবুর রহমান, মেম্বার সেলিম আহমদ ও আইয়ুব হোসেন, জাতীয় পার্টির নেতা নিমার আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন।
পরে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকাল মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র নেতৃত্বে উপজেলা চত্বরে ‘‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’’ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশা ও সমবায়ী সংগঠন অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র সমবায় আন্দোলন মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে সম্ভব। সমবায়ের মধ্যে সঞ্চয় করে ক্ষুদ্র ঋণ প্রধান করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারী সমবায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। সরকারের এ সুযোগ গ্রহণ করে নিজ নিজ এলাকায় সমবায় ভিত্তিক ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সমবায়ীদের প্রতি আহবান জানান

ফেঞ্চুগঞ্জ উপজেলা সমবায় অফিসে উদ্যোগে ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী গতকাল ৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ সাইফুর শাহীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী’র নেতৃত্বে উপজেলা চত্বরে ‘‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’’ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশা ও সমবায়ী সংগঠন অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার বিতরণ করেন।

বালাগঞ্জ উপজেলা সমবায় অফিসে উদ্যোগে ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী গতকাল ৫ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাখওয়াত হোসেন, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সাংবাদিক রজত দাশ ভুলন ও শাহাব উদ্দিন শাহীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুর হক আকন্দ, সমবায়ী আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির খছরু, যুবলীগ নেতা ময়নুল ইসলাম ছালেহ, ছাত্রলীগ নেতা তুহিন মনছুর প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী’র নেতৃত্বে উপজেলা চত্বরে ‘‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’’ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশা ও সমবায়ী সংগঠন অংশ নেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার