প্রচ্ছদ

ওসমানী বিমানবন্দরে ৮০টি সোনার বার উদ্ধার

১৬ নভেম্বর ২০১৬, ১৬:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

15_photo_33384সিলেট, ১৬ নভেম্বর ২০১৬ : ইমিগ্রেশন পুলিশ সিলেট ওসমানী বিমানবন্দরে আজ আবুধাবি থেকে আসা একটি বিমান থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে।
উদ্ধারকৃত সোনার ওজন প্রায় ৯ কেজি ৩শ’ গ্রাম।
বুধবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নামার পর বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার সহকারি কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনা উদ্ধার করা গেলেও কেউ আটক হয়নি।
সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বিমানের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করেন।
আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইট (বিজি ২২৮) বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নামার পর তথ্য পেয়ে বিমানের ভিতরে গিয়ে তল্লাশি চালিয়ে সোনা জব্দ করা হয়। (বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার