সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎসাহিত করছেন-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২২ নভেম্বর ২০১৬, ০৯:৪১
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎসাহিত করছেন। সকল অনাবাদি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে বিনামূলে সার, বীজ বিতরণ ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০ ভাগ ভর্তুকি প্রদান করে আসছেন। সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে দেশের কৃষি জমিতে বাম্পার ফলন হচ্ছে। ফলে দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়নে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২১ নভেম্বর সোমবার সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক সমিতির কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান মাড়াই মেশিন, ধান বীজ, সরিষা বীজ, সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আজগর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নূরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংবাদিক শাহিন আহমদ, যুবলীগ নেতা সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা তুহিন মনসুর প্রমুখ। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ১৪টি পাওয়ার টিলার, ১৪টি পাওয়ার থ্রেসার, সার, ধান বীজ, সরিষা বীজ প্রদান করা হয়।