প্রচ্ছদ

জেলা পরিষদ নির্বাচনে সিলেটের কোন ওয়ার্ডে কতটি ভোট

২৪ নভেম্বর ২০১৬, ১৫:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

74426সারাদেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের তফলিস সম্প্রতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরআগে জেলা পরিষদ গেজেট প্রকাশ করে জেলা পরিষদ নির্বাচনের ওয়ার্ড সংখ্যা ও ভোটার সংখ্যা নির্ধারন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সিলেট জেলা পরিষদকে ভাগ করা হয়েছে ১৫ টি ওয়ার্ডে। ১৫টি ওয়ার্ড মিলিয়ে সিলেট জেলা পরিষদে ভোটার সংখ্যা ১৪৯৩ টি।

এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৫টি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও দক্ষিণ সুরমার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৪টি, জৈন্তাপুর উপজেলা পরিষদ জৈন্তাপুরের ৫টি ইউনিয়ন ও সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৭টি, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও গোয়াইনঘাটের ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৭টি।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জের ৬টি ও গোয়াইনঘাটের ১টি ইউনিয়ন গঠিত ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, বালাগঞ্জ উপজেলা পরিষদ ও বালাগঞ্জের ৬টি ইউনিয়ন ও দক্ষিণ সুরমার ১টি নিয়ে গঠিত ৭নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, ওসমানীনগর উপজেলা পরিষদ ও ওসমানীনগরের ৮টি নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৭টি, বিশ্বনাথ উপজেলা পরিষদ ও বিশ্বনাথের ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা, ও গোলাপগঞ্জের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ১০নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি।

গোলাপগঞ্জের ৪টি ইউনিয়ন ও বিয়ানীবাজারের ৪টি নিয়ে গঠিত ১১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৪টি, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, পৌরসভা ও বিয়ানীবাজারের ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ১২নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০৭টি, জকিগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা ও জকিগঞ্জের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, কানাইঘাট উপজেলা পরিষদ, পৌরসভা, কানাইঘাটের ৩টি ইউনিয়ন ও জকিগঞ্জের ৩টি নিয়ে গঠিত ১৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৪টি, কানাইঘাটের ৬টি ইউনিয়ন ও জৈন্তাপুরের ১টি নিয়ে গঠিত ১৫নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯১টি। সবমিলিয়ে ১৪৯৩টি।

প্রতি ওয়ার্ডে একজন সদস্য ও ওয়ার্ডের ক্রমানুসারে প্রতি ৩ ওয়ার্ড মিলে একজন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার