প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে ত্রি-বার্ষিক সম্মেলন, সব শিক্ষা প্রতিষ্ঠান একত্রে জাতীয়করণের দাবি শিক্ষক সমিতির

২৪ নভেম্বর ২০১৬, ১০:০২

ফেঞ্চুগঞ্জ সমাচার

fensuganjএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখি ভাতা ও ইনক্রিমেন্ট অবিলম্বে প্রদান করে চলতি অর্থ বছরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান একত্রে জাতীয়করণের জোর দাবী জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

গত ১৯ নভেম্ব শনিবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা সদরের বনছায়া কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি মোঃ ময়ুব আলীর সভাপতিত্বে ও শিক্ষক নেতা মোঃ হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ দাবী জানানো হয় ।

সম্মেলনের শেষ পর্বে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়ুব আলীকে সভাপতি ও সৈয়দ রিয়াসত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুনুর রশীদকে সচিব নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য বাশিস,ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠিত সম্মেলনে সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি এ,এইচ,এম ইসরাইল আহমদ প্রধান অতিথি এবং জেলা সচিব মোঃ শমসের আলী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুজম্মিল আলী ও সিলেট মহানগর শিক্ষক সমিতির যুগ্মসচিব ফয়ছল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আহাদুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন ।

অন্যান্যের মধ্যে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জজকোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সচিব মোঃ শহীদুজ্জামান,উপজেলা জমিয়তুল মোদাররেছিনের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, বাশিস উপজেলা সচিব আব্দুল লতিফ,প্রধান শিক্ষক মিছবাহুল হক,প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আবু হানিফা,প্রধান শিক্ষক আব্দুল বাছিত,অবঃ প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, অবঃ সহকারি শিক্ষক রশিদ আহমদ,সহকারি শিক্ষক ইউসুফ আলী,আজিজুর রহমান, মাহবুবুল আলম, নিজাম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার