প্রচ্ছদ

মানিকোনা বাসীর স্বপ্নের রাস্তা অবশিষ্ট অংশ কাজ সমাপ্তের দিকে

২৪ নভেম্বর ২০১৬, ১২:২৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

15202665_1035073353267936_3721272696510853835_nসিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী-র নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কুরকুচি ব্রিজ-লামা গঙ্গাপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে  ১কোটি ৮লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে বলে ফেঞ্চুগঞ্জ সমাচার-কে জানিয়েছেন রাস্তার ঠিকাদার এ. আলী এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী সালাউদ্দিন সিপার। এই রাস্তার নির্মানের ফলে ফেঞ্চুগঞ্জ-মানিকোনা-মীরগঞ্জ যেতে জনগনের ভূগান্তি হবেনা। মানিকোনা বাসীর স্বপ্ন পুরন হওয়ায় দারুন খুশি এই জনপদের সর্বস্তরের জনগন। তাদের বহু দিনের লালিত স্বপ্ন পুরন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ২০০৮ সালে জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৮ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ থেকে মানিকোনা যাওয়ার ৫ কিঃ মিঃ রাস্তা, ৪টি কালভার্ট  ও  কুরকুচি খালের উপর ব্রিজ নির্মাণ করা হয়। কুরকুচি ব্রিজ থেকে গঙ্গাপুর মোড় পর্যন্ত হাওরের মাঝ দিয়ে প্রায় এক কিঃ মিঃ রাস্তার মাটি ভরাট কালভার্ট নতুন রাস্তা নির্মানের কাজ চলছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার