১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের প্রস্তুতি গ্রহণ
০৮ ডিসেম্বর ২০১৬, ১২:৩৫
৮ডিসেম্বর, ২০১৬ : সরকার আগামী ১৩ ডিসেম্বর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য আজ কতিপয় কর্মসূচি চূড়ান্ত করেছে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণলয় বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহীত হয়।
বৈঠকে জানানো হয়, পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিবেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্বশাসিত সংস্থা, বেসরকারি ভবনসমূহ এবং সশস্ত্রবাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপ ও লাইটপোস্টগুলোয় জাতীয় পতাকা এবং কালেমা তাইয়েবা খচিত পতাকায় সাজানো হবে। সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহে রাতে আলোক সজ্জা করা হবে।
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দিবসটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে আলোচনাসহ পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করবে।
বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌর কর্পোরেশন এবং সশস্ত্রবাহিনী বিভাগেরও আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
সকল হাসপাতাল, জেল, সরকারি পরিচালিত এতিমখানা ও বৃদ্ধ নিবাসে বিশেষ খাবার দেয়া হবে।
এদিন সারা দেশে আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও এ দিবসটি উদযাপিত হবে। (বাসস)