প্রচ্ছদ

জনপ্রতিনিধি হিসেবে জনগণের চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১১ ডিসেম্বর ২০১৬, ০৯:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

b28f2d30-d228-4e01-8c2c-725ef546faa4-1034-00000082bd3fbc75_tmpসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সিলেট-৩ আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে অতীতে আওয়ামীলীগ সরকার ব্যতীত অন্য কোন সরকার তা করতে পারেনি। আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণের চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের খাদিম হিসেবে কাজ করে যেতে চাই। জনসেবাকে আমি এবাদত হিসেবে গ্রহণ করেছি। তাই আমি কথায় নয়, উন্নয়নে বিশ^াসী।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১০ ডিসেম্বর শনিবার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের কুচাই এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কুচাই বাজার সংলগ্ন মাঠে তার সম্মানে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী আতিক আহমদের সভাপতিত্বে, লায়েছ আহমদ, সাদিক আহমদ ও সামরান সাবের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ইছরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহ মাহবুবুর রব, আলী রাজা, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম হাফিজ লোহিত, বিশিষ্ট মুরব্বি আব্দুল মুদাব্বির দারা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, এড. শামীম আহমদ, সংবর্ধনা আয়োজক কমিটির সচিব হাসান মাহমুদ মসরু, ইউপি সদস্য আব্দুল বাছিত ছোবা মিয়া, বিশিষ্ট মুরব্বি বাবর আহমদ, পংকি মিয়া, আব্দুল আহাদ, যুবলীগ নেতা আশিক আলী, ইকবাল হোসেন মিঠু প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কমর উদ্দিন জালালাবাদী।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১২ লাখ ৫শ’ টাকা ব্যয়ে কুচাই পশ্চিমভাগ আ/এ পশ্চিম ভাগ জিপিএস রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ ও ১২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে কুচাই পশ্চিমভাগ দক্ষিণ রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার