প্রচ্ছদ

ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নের চাকা গতিশীল রাখতে হবে — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১১ ডিসেম্বর ২০১৬, ১০:২১

ফেঞ্চুগঞ্জ সমাচার

b173b790-ac99-478e-bee2-32ba1d39da0a-1034-0000008bc5f33772_tmpসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নের চাকা গতিশীল রাখতে হবে। বর্তমান সরকার দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিয়মিতি ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করতে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের সদইচ্ছা থাকায় তাদের ভ্যাট ও ট্যাক্সের অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো একটি বিশাল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১০ ডিসেম্বর শনিবার সকালে নগরীর কে এস আর টাওয়ারস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী পূর্ব আলোচনা সভা ও সন্ধ্যায় উপশহরস্থ হোটেল রোজভিউতে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনারে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

96f7862f-f28f-4f59-918e-db6da60f720c-1034-0000008c3f038404_tmpসকাল সাড়ে ৯টায় বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয় পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে নগরীতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৃথক দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতি সংঘের স্থায়ী কমিটির সদস্য ড. এ কে এম আব্দুল মোমিন। বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ফিরোজ শাহ্ আলম, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজম খান, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ১ম সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার