প্রচ্ছদ

প্রবাসীরা দেশের আর্তসামাজিক উন্নয়নে অবদান রাখছেন- মাহমুদ উস সামাদ চৌধুরী

১৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের যে কোন দুর্যোগময় মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ান। বিদেশে অবস্থান করে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশের আর্তসামাজিক উন্নয়নে অবদান রাখছেন। বিশেষ করে শীত মৌসুমে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ভাবে দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিত করে আসছেন। তাদের এসব মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৭ ডিসেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ওয়েলফেয়ার ইউকে’র উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে লেপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক চেয়ারম্যান চুনু মিয়ার সভাপতিত্বে ও সুরঞ্জিত দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক আহমদ, মোগলা বাজার ওয়েলফেয়ার ইউকে’র সভাপতি তৈয়ব ালী সাজু,  মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার সানাহর আলী সোনা মিয়া, সাবেক মেম্বার আমির আলী, সেলিম আহমদ মেম্বার, বিশিষ্ট মুরব্বি নামর আলী, মুজিবুর রহমান, নূরুল ইসলাম, হিরা মিয়া, সাবেক মেম্বার বাবুল মিয়া ও জোনাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ কর্নেল, ময়নুল ইসলাম মনজুর, হেলাল আহমদ, মইন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে লেপ বিতরণ করেন প্রধান অতিথি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার