বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী
১৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২০
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সভাপতিত্বে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আ’লীগের বিজয় দিবসে জনসভা
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিকের সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও কামরানুল ইসলাম কামরানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, যুগ্ম সম্পাদক শাহ মুজিবুর রহমান, সহ সভাপতি নজরুল ইসলাম মিফতা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, ঘিলাছড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিসবাহ হোসেন চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লসমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আ’লীগের সাধারণ ম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ আ’লীগ নেতা দিদারুল আলম নিমু, জিল্লুর রহমান, মিজানুর রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগ নেতা খলিলুর রহমান কলা, নিউ জারসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেব নাথ, আব্দুল আউয়াল কয়েস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবেল, তরিকুল ইসলাম ময়না, আজিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, ফাহিম রায়হান, মাহবুবুল ইসলাম মিছলু, জালাল আহমদ, মুহিত হোসেন শাহ, আব্দুল হামিদ, যুবলীগ নেতা রসেল আহমদ নিমু, সায়েম আক্তার, জিলু পারভেজ, রাছিক আহমদ, জিল্লুর রহমান, সেফুল ইসলাম জুমল, জানেছ, মুসিবুল হাসান প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান, উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা চন্দন দত্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাদ নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা থানার ওসি এস এম াতাউর রহমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার ইউপি চেয়যারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদ ইউপি চেয়যারম্যান এইচ এম খলিল, অধ্যক্ষ আমিরুল আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আলকাছ আলী প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন