সরকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চাহিদা পুরনে অঙ্গিকারবদ্ধ-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৮ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৭
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করতে অঙ্গিকারবদ্ধ। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল সহজতর ভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্রির মাধ্যমে ন্যায্য মুনাফা অর্জনে সক্ষম হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমার নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। মানিককোনা সড়কের অসমাপ্ত পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ায় ফেঞ্চুগঞ্জ, মানিকোনা ও ভাদেশ্বরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হলো।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৭ ডিসেম্বর শনিবার সকালে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর, মানিকোনা সড়কের অসমাপ্ত পাকাকরণ কাজ সমাপ্ত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা সহকারী প্রকৌশলী সোহেল রানা, আ’লীগ নেতা নজরুল ইসলাম মিফতা, দোলা মিয়া, আজাদ মিয়া, তোতা মিয়া, দিদারুল আলম নিমু, মিজানুল ইসলাম জুয়েল, শাহজাহান শাহ, ইছন মিয়া, নগেন্দ্র দাশ প্রমুখ।