প্রচ্ছদ

অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তি দ্রুত বাস্তবায়নেরও সুপারিশ স্থায়ী কমিটির

২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০

ফেঞ্চুগঞ্জ সমাচার

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৬  : জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তির বিষয়টি দ্রুত বাস্তবায়নেরও সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আব্দুর রহমান, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি স্বতন্ত্র প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করে। এছাড়া এনসিটিবি’র ছাপাখানার অনুরূপ প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স্থাপনেরও উদ্যোগ নেয়ার সুপারিশ করে।
বৈঠকে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষক ও শিক্ষকদের সর্বোচ্চ পেশাগতমান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের সুপারিশ করা হয়।
কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তক যথাসময়ে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট বই পৌঁছানোর সুপারিশ করে।
বৈঠকে নির্মাণাধীন ১৫শ’ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলো বিকল্প অবকাঠামোতে সম্ভব শিক্ষক পদায়ন করে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষাদানের সুপারিশ করা হয়।
কমিটি প্রাথমিক বিদ্যালয়গুলোর শুন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদানের সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।(বাসস)

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার