ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হবে—– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৯ জানুয়ারি ২০১৭, ০৮:৪৯
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এ ধারা ধরে রাখতে ছাত্রলীগকে সুসংগঠিত থেকে সংগঠনের কার্যক্রম সুদৃঢ় করতে হবে। সিলেট-৩ আমার নির্বাচনী এলাকায় ছাত্রলীগের সুনাম রয়েছে। এখানে কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি নেই। এই সুনাম ধরে রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। ছাত্রলীগের নতুন কমিটিতে যারা দায়িত্ব পাবেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা এমন কোন কাজ করবেন না, যে কাজের জন্য সরকারের ভাবমূতি নষ্ট হয়। ছাত্রলীগ দেশের চালিকা শক্তি। ভাল কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৮ জানুয়ারী ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ’র সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম মিছলুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাবুল, আ’লীগ নেতা জাহিদুল ইসলাম সুনাম, শাহজাহান শাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
ফেঞ্চুগঞ্জস্থ বন ছায়া কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ আহমদ, জালাল আহমদ, আশরাফুল হক এমাদ, ফারহান সাদিক, কলেজ ছাত্রলীগের সভাপতি মুহিত হোসেন শাহ, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রব রুমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ছানি আলম।