প্রচ্ছদ

লালাবাজার ও জালালপুরে ৪টি প্রকল্পের উদ্বোধন করলেন —– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৯ জানুয়ারি ২০১৭, ০৮:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার বিদ্যুত বঞ্চিত গ্রামীন জনপদে শতভাগ বিদ্যুত পৌছে দেয়ার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান আওয়ামীলীগ সরকার নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিদ্যুৎ ঘাটতি পূরণে সক্ষম হয়েছে। ফলে প্রতিটি বাড়ি ঘরে পল্লী বিদ্যুতের মাধ্যমে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্প চালু করেছে। যার ফলে জনসাধারণ সহজে বিদ্যুত পাওয়ার সুযোগ লাভ করছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৮ জানুয়ারী রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে ফরিদপুর, পশ্চিমভাগ, খালোপার এবং তৎসংলগ্ন জালালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে পল্লী বিদ্যুত সমিতি-১ এর মাধ্যমে ১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়েস ৫৬৯ জন্য গ্রাহকদের মধ্যে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খানের সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা জয়ন্ত গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, সহকারী ম্যানেজার মৃনাল কান্তি, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ মকবুল হোসেন মাখন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুন, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জেলা আ’লীগ নেতা শহিদুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, রানা আহমদ খান, রুশন আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, সৈয়দ ফয়জুল হোসেন মেম্বার, আব্দুল বাছিত ছোবা মেম্বার, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, নিজামুর রহমান, ছাত্রলীগ নেতা এড. শামীম আহমদ, লায়েক আহমদ জিকু, ছদরুল ইসলাম, জাকারিয়াউল হক প্রমুখ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ লাখ টাকা ব্যয়ে ফরিদপুর-পরগনাবাজার-কামার দোকান রাস্তা সংস্কার কাজ ও ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত জালালপুর কলেজ সড়ক উদ্বোধন করেন। অত:পর জালালপুরে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার