৫৪ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৪ জানুয়ারি ২০১৭, ১০:৩৬
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রাম বাংলার জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে খোঁজে খোঁজে সড়ক নির্মাণ, পাকাকরণ, ব্রীজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ফলে জনগণ তাদের উৎপাদিত ফসলাদি উপজেলা সদর ও জেলা সদরের হাটবাজারে নিয়ে সঠিক দামে বিক্রি করতে সক্ষম হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে জনগণ চলাচল সহজতরের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সিলেট-৩ নির্বাচনী এলাকায় বিগত ৮ বছরে যে উন্নয়ন হয়েছে অতীতে আওয়ামীলীগ সরকার ছাড়া কোন সরকার তা করতে পারেনি। সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। আমি এ নির্বাচনী এলাকার একজন খাদিম হিসেবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। তিনি সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে চৌধুরীবাজার থেকে রাখালগঞ্জ পর্যন্ত সংস্কার ও সম্প্রসারণ কাজ শুরু হবে বলে জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৩ জানুুয়ারী শুক্রবার সকাল থেকে দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ও কুচাই ইউনিয়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা হকারী প্রকৌশলী এম এ হক, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, শাহ আলী রেজা, পংকি মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সা. সম্পাদক আতিকুল হক, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সা. সম্পাদক আক্তার হোসেন, সেলিম আহমদ মেম্বার, আব্দুল বাছিত ছুবা মেম্বার, সৈয়দ ফয়জুল ইসলাম মেম্বার, মাওলানা সিরাজুল ইসলাম সাইস্তা, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিঠু, প্রবীণ মুুরব্বি সফিক মিয়া, হাজী ইকবাল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, শরীফ আহমদ মিঠু মেম্বার, মিসবাহউর রহমান টুনু মিয়া মেম্বার, কাবুল আহমদ মেম্বার, নূরুল ইসলাম, আব্দুল মালিক, জামাল উদ্দিন, মাহতাবুর রহমান, প্রবাসী ফজলুর রহমান প্রমুখ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৪ লাখ টাকা ব্যয়ে ইলাইগঞ্জ-আশুগঞ্জ বাজার সড়ক সংস্কার কাজ শেষে উদ্বোধন, ১৫ লাখ টাকা ব্যয়ে পানিগাঁও সড়কের খালের উপর ব্রীজ নির্মাণ শেষে উদ্বোধন, কুচাই ইউনিয়নে ১৫ লাখ টাকা ব্যয়ে লোহাজুরি বিলের রাস্তার রহমতের জাঙ্গাল খালের উপর ব্রীজ নির্মাণ শেষে উদ্বোধন।