প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দক্ষিণ সুরমায় কম্বল বিতরণ
১৬ জানুয়ারি ২০১৭, ১২:০৯
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নের গরীব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে ১০ ইউনিয়নে গরীব দুস্থদের মধ্যে কম্বল বন্টন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতি বছর হতদরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গরীব অসহায় শীতার্ত লোকদের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী সাইফুল আলম, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েজ আহমদ, লালাবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুজন উদ্দিন খান, আব্দুল বাছিত ছুবা মেম্বার, শানূর মেম্বার, কামাল আহমদ মেম্বার, সৈয়দ ফয়জুল হোসেন ছয়লা মেম্বার প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন