প্রচ্ছদ

রাষ্ট্রপতির সঙ্গে লন্ডন বরো অব ব্রেন্টের মেয়রের সাক্ষাত

১৬ জানুয়ারি ২০১৭, ০৯:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

১৬ জানুয়ারি ২০১৭ : লন্ডন বরো অব ব্রেন্টের মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ আজ বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করেছেন।
সাক্ষাতকালে সফররত মেয়র তার কাউন্সিলের কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে এ তথ্য জানান।
পারভেজ আহমেদ বলেন, ইউরোপে কর্মসংস্থানের সম্ভাবনার কথা বিবেচনা করে বাংলাদেশে অবিলম্বে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন।
বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাংগঠনিক অবকাঠামোর কথা উল্লেখ করে মেয়র বলেন, জনবল কম থাকায় বাংলাদেশী অভিবাসীদের প্রত্যাশিত সেবা দেয়া এসব মিশনের পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি মিশনগুলোতে আইন কর্মকর্তা নিয়োগের পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরতে মিশনগুলোতে তথ্য কর্মকর্তা নিয়োগেরও পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডন বরো অব ব্রেন্টের মেয়র নির্বাচিত হওয়ায় পারভেজ আহমেদকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশী অভিবাসীরা দেশের ভাবমূর্তি তুলে ধরতে শুভেচ্ছা দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার