নারীদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব না — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২৫ জানুয়ারি ২০১৭, ০৯:৪১
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। নারীদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব না। নারী শিক্ষা প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল। গণতন্ত্র বিকাশে শিক্ষার বিকল্প নেই। দক্ষিণ সুরমায় ইতিমধ্যে ৪টি দেশরত্ম শেখ হাসিনা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেশ কয়েকটি হাইস্কুল সরকারীকরণের প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্প সাধিত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব, প্রজেক্টর সহ ডিজিটাল সামগ্রী প্রদান করে আসছেন। এতে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো মনোনিবেশ হওয়ার আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী২৪ জানুয়ারী সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াইস্থ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজে ৬ কোটি টাকা ব্যয়ে ৫ম তলা বিশিষ্ট দেশরত্ম শেখ হাসিনা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এম এ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম আম্বিয়া চৌধুরী, কলেজ গভর্ণিংবডির সদস্য হাজী ফারুক আহমদ, সৈয়দ মকবুল হোসেন মাখন। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের অধ্যাপক এম এ বায়েছ। বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, এডভোকেট মুহিত হোসেন, হাজী গৌছ মিয়া, ফারুক আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, আকবর আলী মেম্বার, সারওয়ার আলম মিতুন, যুবলীগ নেতা আশিক আলী, মুজিবুর রহমান, তুহিন চৌধুরী, এডভোকেট শামীম আহমদ, মোসাদ্দেক হোসেন মুসা, বেলায়েত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, গভর্ণিংবডির সদস্য সোনা মিয়া মউর, হারুনুর রশীদ, জিয়াউল হক শিশু, মো. ফজলুল করিম হেলাল, বিমান চন্দ্র দে, কলেজের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, এম এ জলিল, সালাউদ্দিন বেলাল, ছায়া রানী সাহা, রোমানা সুলতানা, শিরিনা বেগম, তাছলিমা বিলকিস, মুক্তি লস্কর। ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দীপা খান, মানপত্র পাঠ করেন হাজেরা আক্তার সুন্নাহ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারিয়া জাকিয়া সুলতানা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শামীমা আক্তার রুমা, ফারজানা এলাহী ছারা, সালমা, প্রেমা, নাছিমা, জেবি, তাজিমা, প্রমিলা, জেরি, তাছলিমা, সুমি, শারমিন, তানিয়া প্রমুখ।