ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক প্রকাশ
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:২৭
২৬জানুয়ারি ২০১৭ : বিশ্বব্যাপী দুর্নীতি পর্যবেক্ষণ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের ২০১৬ সালের দুর্নীতির ধারণা সূচক বুধবার প্রকাশ করেছে।
তালিকায় সরকারি খাতের দুর্নীতির ধারণা পেতে সংস্থাটি বিশ্ব ব্যাংক, আফ্রিকান ডেভলপমেন্ট ব্যাংক ও বিজনেস স্কুল আইএমডিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া উপাত্ত ব্যবহার করে।
এ ধারণা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোকে নিচের দিকে এবং কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোকে উপরের দিকে রাখা হয়েছে। এক্ষেত্রে শূন্য পয়েন্টকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং ১শ পয়েন্টকে একেবারে দুর্নীতি মুক্ত দেশ বলা হয়েছে।
দুর্নীতির ধারণা সূচকে কম দুর্নীতিগ্রস্ত শীর্ষ ১০টি দেশের প্রথমেই নিউজিল্যান্ড ও ডেনমার্ক। এর পরের ধারাবাহিক অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও কানাডা। দশম অবস্থানে জার্মানি, লুক্সেমবার্গ ও যুক্তরাজ্য।
এক্ষেত্রে মাঝারি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, হাঙ্গেরি, রোমানিয়া, তুরস্ক, ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়া রয়েছে।
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের নামের তালিকায় প্রথমেই রয়েছে সোমালিয়ার অবস্থান। এ তালিকার শেষে রয়েছে ভেনিজুয়েলা ও ইরাক।(বাসস)