প্রচ্ছদ

দেয়াল নির্মাণের খরচ দেবে না মেক্সিকো

২৬ জানুয়ারি ২০১৭, ১৩:১২

ফেঞ্চুগঞ্জ সমাচার

২৬ জানুয়ারি, ২০১৭ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেয়াল নির্মাণের ঘোষণা দেয়ার পর মেক্সিকো বলেছে, তারা কোন খরচ দেবে না।
দেশটির প্রেসিডেন্ট জাতির উদ্দেশে এক বার্তায় একথা জানান।
ট্রাম্প উভয় দেশের সীমান্তে দেয়াল নির্মাণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময়ে তিনি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে উদ্ধৃত করে বলেন, ‘সীমানা ছাড়া দেশ কোন দেশ নয়।’
দুটি নির্বাহী আদেশে স্বাক্ষরের জন্য তিনি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ডে যান।
ট্রাম্প বলেন, ‘আজ থেকে যুক্তরাষ্ট্র এর সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেল।’
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো উভয় দেশের মধ্যে এই দেয়াল নির্মাণের পরিকল্পনাকে ‘দুঃখজনক’ বলেছেন।
তিনি বলেন, ‘মেক্সিকো দেয়ালে বিশ্বাস করে না।’
এদিকে ট্রাম্প এই দেয়াল নির্মাণ ব্যয়ের জন্য মেক্সিকোকে অংশীদার হতে বলেছেন। এ প্রেক্ষিতে পেনা নিয়েতো বলেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি মেক্সিকো এই দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ দেবে না।’
তিনি বলেন, ‘আমাদের দেশ উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও অভিবাসন সম্পর্কে নতুন নীতিমালার ব্যাপারে কথা বলছে।’
তিনি বলেন, ‘মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে মেক্সিকানদের স্বার্থ রক্ষা আমার প্রধান দায়িত্ব।’
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, মেক্সিকো আমেরিকান জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন তাদের সরকারের সদিচ্ছার ওপরেই এর সফলতা নির্ভর করছে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন চুক্তিই হওয়া উচিত যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে ।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার